শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪

সর্বশেষ

স্বপ্ন দিলাম তোমায় মাকসুদা বেগম ✍

স্বপ্ন দিলাম তোমায়

মাকসুদা বেগম ✍

—————————

প্রভাতে জাগিয়া
দূয়ার খুলিয়া
স্বপ্ন দিলাম তোমায়
অনেক নিশী নিরবে দেখিয়া।
সোনা রোদ ছুঁয়ে
গায়ে মাখিয়া
স্বপ্ন দিলাম তোমায়।
ভোরের স্বপ্ন তোমায় দিলাম
শিশির ভেজা শিউলি দিলাম
নগ্ন পায়ের চিহ্ন এঁকে
তোমার বুকে বসিয়ে দিলাম।
হলদে পাখির শীশ দিলাম
অলকনন্দার ডাল দিলাম
মেঠোপথ মারিয়ে গিয়ে
সবুজ ঘাসের জমিন দিলাম।

মাকসুদা বেগম ✍

আরও পড়ুন