আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১১ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৩৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য জিয়াউল হক সুমন।
শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন নেতাকর্মীরা।
বিষয়টি নিশ্চিত করে মনোনয়ন প্রত্যাশী জিয়াউল হক সুমন বলেন, দল আমার ওপর আস্থা রাখলে বন্দর আসনকে স্মার্ট আসনে পরিণত করবো।
‘আসনের নামে থাকবে এপস। যেখানে নগরবাসী জানাতে পারবে তাদের অভিযোগ ও পরামর্শ। যা ওয়ান স্টপ সার্ভিস সেন্টারের মাধ্যমে এক সপ্তাহের মাধ্যমে সমাধান করা হবে। থাকবে আসন এলাকায় চলমান সকল প্রকল্পের আপডেট।’
প্রধানমন্ত্রীর সহযোগীতায় এই আসনে ১০০ শয্যার একটি জেনারেল হাসপাতাল নির্মাণ করা হবে আমার প্রথম কাজ।
একইসাথে শ্রমিক অধ্যুষিত এই এলাকায় শ্রমিকদের জন্য করা হবে আবাসন ব্যবস্থা, নিশ্চিত করবো সুপেয় পানি সরবরাহ ও বিনামূল্যে লাশ পরিবহন। এছাড়াও সাধারণ মানুষের কল্যানে প্রধানমন্ত্রীর নেয়া সকল সুবিধা সমূহ পৌঁছে দেবো দোরগোড়ায়।’