জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, রওশন এরশাদ দলের একজন পৃষ্ঠপোষক, দলীয় সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তার নেই। জাতীয় পার্টির প্রতীক বরাদ্দের মালিক একমাত্র জি এম কাদের।
এ বক্তব্য ঠিক এমন একটি সময় চন্নু দিলেন যখন সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন।
রোববার (১৯ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করে রওশন এরশাদ এ কথা বলেন। এ সাক্ষাৎ শেষে করে বের হতে না হতেই জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু রওশনের এখতিয়ার নিয়ে প্রশ্ন ছুড়ে দেন।
চুন্নু আরও বলেন, জাতীয় পার্টিতে কোনো বিভাজন নেই। নির্বাচন কমিশনকে চিঠি দেয়া নিয়ে রওশন এরশাদের সাথে কথা বলেছি, উনি বলেছেন এমনি চিঠি না বুঝেই দিয়েছেন।
রাষ্ট্রপতির সঙ্গে রওশন এরশাদের সাক্ষাৎ প্রসঙ্গে তিনি বলেন, রওশন এরশাদ কার সাথে কী আলাপ করলেন সেটা আমরা আমলে নিচ্ছি না।
নির্বাচনে যাওয়া নিয়ে সিদ্ধান্তের বিষয়ে চুন্নু বলেন, বিধিবদ্ধ সময়ের মধ্যে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত জানাবো। সঠিকভাবে নির্বাচন হলে ৩০০ আসনেই প্রার্থী দেওয়া হবে।
জোট বা মহাজোটে না যাওয়ার কথাও জানান তিনি।
এর আগে রওশন এরশাদ রাষ্ট্রপতিকে বলেন, সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। নইলে দেশে সাংবিধানিক সংকট তৈরি হবে। এ সময় নির্বাচনে অংশগ্রহণের বিষয়েও সব দলের সঙ্গে আলোচনার বিষয়টি রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।
যথাসময়ে নির্বাচন করতে রওশন এরশাদ সরকারকে সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়ে দিয়েছেন বৈঠকে।
এসময় রওশন এরশাদের সঙ্গে ছিলেন মসিউর রহমান, রাহগীর এরশাদসহ চারজন।