তোমাকে চেয়ে চেয়ে
# জোবায়দা আক্তার চোধুরী
আমি তোমাকে চেয়েছিলাম
তুমি বুঝতে পারোনি
কিংবা কে বলবে,বুঝেও আগ্রহ দেখাওনি
অথচ আমার প্রতীক্ষার প্রহরগুলো দীর্ঘ শোকছায়া
ফেলে গেল
আহত পাখির মতো ছটফট করলো হৃদয়
তুমি জানতেও পারোনি
সময় ডিঙ্গার বহর দীর্ঘতা বাড়াবে
স্রোতের জলও হয়তো ফিরে যাবে
নিজেকে অসাড় মনে হবে
কিন্তু ভোলা যাবে না তোমাকে
তুমি ভুলতে দেবে না আমাকে
এতোটা খেয়ালহীন হবে ভাবতেও পারি নি
নাকি তুমি মনেই ধরোনি
মনের ভেতরে মনের কথা জমা হলো
যন্ত্রণার খোঁচা টের পেলাম আমি
তুমি এলে না
এলে পাখির মতো মুখোমুখি বসে
সব বলতাম আমি
অলিখিত দলিল মেলে ধরে বলতাম
কৃপা করো কৃপা