শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ

কেবল এক শহরে @ নাসিমা হক মুক্তা

কেবল এক শহরে
@ নাসিমা হক মুক্তা

আমার ইচ্ছে নদীটি – জলের মত
কুহকের তীর ধরে যে ঢেউ – শব্দহীন বাজে
তার গহীনে থাকে
ছুঁয়ে মন কল্লোল, পাশ ফিরে দেখলেই
ঢেউয়ের ভিতর ঢেউয়ের প্রণয়
মহাপথে বেঁচে ওঠে বাঁচি!

তবুও নদী ছাড়া, আমি তো আমিই নই
কেবল এক শহরের ক্ষণিক পাখি!

আনন্দ, মৃত ও জীবন কামনার পথে
বয়স ছুড়ে – পিচ্ছিল রাস্তা ধরে
ধর্ম চর্চা করি
যার পাঠে – মানুষ ও মানবতা লহর তুলে
ঘন অন্ধকারে……

আরও পড়ুন