নির্বাচনে যাওয়ার ঘোষণা দিল বিএনপির সঙ্গে থাকা যুগপৎ আন্দোলনে থাকা কল্যাণ পার্টির নেতৃত্বাধিন নতুন জোট ‘যুক্তফ্রন্ট’।
‘যুক্তফ্রন্ট’ নামে নতুন রাজনৈতিক জোট গঠন করে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম। নতুন জোট ঘোষণার ৪৮ ঘণ্টা আগে তার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা হয়েছে বলে জানিয়েছেন।
বুধবার (২২ নভেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে তিনটি দল নিয়ে ‘যুক্তফ্রন্ট’ নামে নতুন জোট গঠনের ঘোষণা দেন সৈয়দ ইবরাহিম। বাকি দলগুলো হলো- বাংলাদেশ জাতীয় পার্টি ও বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)।
মাত্র তিনটি দল নিয়ে জোট কেন—এমন প্রশ্নের জবাবে সৈয়দ ইবরাহিম বলেন, আমরা জোটের দরজা-জানাল সব খোলা রেখেছিলাম। আমরা তো মাইক বাজিয়ে বাসের টিকিট বিক্রির মতো বলতে পারব না যে, কে কে আছো, আসো জোটের টিকিট নেও। তবে এই জোট যেন গঠিত না হয়, উনারা (অন্যান্য দল) যেন না আসেন, সেজন্য অনেক ব্যক্তি আবেদন করেছিলেন।
তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার দাবির আন্দোলনে আমিও সম্পৃক্ত ছিলাম। কিন্তু গত ২৮ অক্টোবরের পর সেই আন্দোলন এমন একটি জায়গায় এসে পৌঁছেছে যে, পরিস্থিতি পুনর্মূল্যায়ন করা প্রয়োজন। আমি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চাই। কিন্তু যদি তত্ত্বাবধায়ক সরকার পাওয়া না যায়, তবে যে অবস্থা রয়েছে তাতেই নির্বাচনে অংশ নেওয়ার চেষ্টা থাকতে হবে। আমি নির্বাচনে অংশ নেওয়ার পক্ষে।
সংবাদ সম্মেলনে নতুন জোট গঠনের ৪৮ ঘণ্টা আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা হয়েছে বলে জানান সৈয়দ ইবরাহিম।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানর সঙ্গে অনেকের আলাপ হয়। আমাদের বেশ কয়েকজন নেতার তার সঙ্গে কথা হয়েছে। ৪৮ ঘণ্টা আগে আমার সঙ্গেও তার আলাপ হয়েছে।
তবে তারেক রহমানের সঙ্গে তার কী কথা হয়েছে, সেটি বলেননি কল্যাণ পার্টির চেয়ারম্যান। তিনি শুধু বলেন, আমি বিশ্বাস করি, বৈরী পরিবেশে টিকে থাকার জন্য আমাদের সংযম ও ধৈর্য্য প্রয়োজন।
এ সময় সৈয়দ ইবরাহিম ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিএনপিকে সংলাপে বসার আহ্বান জানান। তিনি বলেন, আমি আওয়ামী লীগ ও বিএনপিসহ আন্তর্জাতিক বিশ্বের প্রতি আহ্বান জানাই, আপনারা উভয়ের মধ্যে গ্রহণযোগ্য পরিবেশে সংলাপের ব্যবস্থা করুন। জাতির মঙ্গলের জন্য যেটা ভালো হবে, সংলাপের মাধ্যমে তেমন সিদ্ধান্ত গ্রহণ করুন। আমি কখনও বিএনপিকে নির্বাচনে অংশ নিতে বা না নিতে আহ্বান জানাব না।
সংবাদ সম্মেলনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান ও যুক্তফ্রন্টের সভাপতি সৈয়দ ইবরাহিম।