শনিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ

পটিয়ার চরকানাই সপ্রাবি পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে সভা ও দোয়া মাহফিল

 

পটিয়া প্রতিনিধিঃ চটগ্রামের পটিয়া উপজেলার চরকানাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত রবিবার (১৯শে নভেম্বর-০২৩) বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিসেস মিতাশ্রী চক্রবর্তীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক বাবু অনুপ কুমার রক্ষিতের সঞ্চালনায় পঞ্চম শ্রেণী শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে আলোচন সভা, দোয়া মাহফিল ও শিক্ষা সামগ্রী বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব এ. এইচ. এম মনজুর। বিশেষ অতিথি ছিলেন চারকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য জনাব আব্দুল মালেক। সম্মানিত অতিথি ছিলেন বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির অভিভাবক সদস্য জনাব মোঃ ফোরকান ও জনাব মোঃ আলমগীর। চরকানাই বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য জনাব মোঃ মাহবুবুল আলম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পিটিআই কমিটির সদস্য মিসেস কুসুম আক্তার। শিক্ষক মন্ডলী যথাক্রমে- মিসেস দীপিকা পাল, তাপসী রানী বড়ুয়া, মোঃ আব্দুল আলীম, মোঃ ওহিদুজ্জামান, লিপি বড়ুয়া, নিশু দাস প্রমুখ।

উল্লেখ্য সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তরা বলেন বিদ্যালয়ের সুনাম রক্ষা ও শিক্ষা জীবন আরো এগিয়ে যেতে পড়া-লেখায় মনযোগী হয়ে পরীক্ষায় ভাল ফলাফল অর্জন করতে হবে এসব আরো কথা বলেন তারা।

আরও পড়ুন