শান্তি নিকেতন বোলপুর পশ্চিমবঙ্গ পরিমল সাহিত্য পত্রিকার শারদীয় সংখ্যার মোড়ক উন্মোচন এবং দুই বাংলার বিজয়ার মিলন উৎসব উদযাপন হয়।উক্ত অনুষ্টানে সভাপতি বিশিষ্ট কবি, সাংবাদিক এবং লালন গবেষক বরুণ চক্রবর্তী এর সভাপতিত্বে কবি শিল্পি দাশ এর পরিচালনায় সঞ্চালনা করেন আরাধন দাস এবং অরিজিৎ ঘোষ।এতে উপস্থিত ছিলেন কবি, শিক্ষাবিদ নীলাচল চট্টরাজ
আনন্দ প্রকাশনীর কর্ণধার নিগমানন্দ মন্ডল, শিক্ষাবিদ ও কবি নিমাই চন্দ্র ঘোষ
বাংলাদেশ থেকে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি অধ্যাপক, কবি সাহিত্যিক মাজহারুল মোর্শেদ (রংপুর),বিশেষ অতিথি বিশিষ্ট কবি — শৈলেন্দ্র নাথ পুলু (ঢাকা) এবং বিশেষ অতিথি বিবি ফাতেমা (চট্টগ্রাম)।অত্যন্ত নান্দনিক ও প্রাণবন্ত অনুষ্টানে নানান গুনীজনদের পদচারনায় একটি সুন্দর অনুষ্টান সাফল্যমন্ডিত হয়েছে।তাছাড়া কবিতা পাঠ, গান আবৃত্তি,নাটক ও অভিনয়ের সাথে গুনীমান্যি কবিদের গুনীজন সম্মাননা স্বারক ও সনদ ও উত্তরীয় পড়িয়ে বরণ করানো হয়।সে সাথে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধাজ্ঞাপনে দুইবাংলার বিজয়ার কবিদের উপস্থিতিতে বাংলাদেশ ও ভারতের জাতীয় সংগীত পরিবেশনা করার মাঝে দুপুরের ভোজন বিলাসের মাধ্যমে অনুষ্ঠানে পরিসমাপ্তি ঘোষনা করা হয়।
সভায় মুখ্য আলোচক রেজিস্ট্রার জেনারেল মোঃ রাশেদুল হাসান বলেন, সঠিক জন্ম নিবন্ধন বাল্যবিবাহ ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে৷ আবার মৃত্যু নিবন্ধনের সাথে সম্পত্তি বন্টনের বিষয়টি জড়িত। এছাড়া জালিয়াতি করে অন্য কোন দেশের নাগরিক যাতে বাংলাদেশের নাগরিক হিসেবে নিবন্ধন করতে না পারে সে ব্যাপারেও এ নিবন্ধন জরুরি ভূমিকা রাখে৷ তাই, এ নিবন্ধনে জড়িত কর্মীদের সতর্ক থাকতে হবে। পাশাপাশি সাধারণ মানুষরা যাতে নিবন্ধন করতে গিয়ে ভোগান্তিতে না পড়ে সে ব্যাপারেও সতর্ক থাকতে হবে৷
কর্মশালায় অংশ নেয়া চসিকের কাউন্সিলরবৃন্দ ও জন্ম-মৃত্যু নিবন্ধনের দায়িত্বে থাকা চসিকের কর্মীরা বিভিন্ন সমস্যা ও পরামর্শ তুলে ধরেন৷ কর্মশালায় আরো বক্তব্য রাখেন ডেপুটি রেজিস্ট্রার জেনারেল ড. আবু নছর আবদুল্লাহ, চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম, জন্ম ও মৃত্যু বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিলর মো. ইলিয়াস, সচিব খালেদ মাহমুদ। উপস্থিত ছিলেন কাউন্সিলর নাজমুল হক ডিউক, হাসান মুরাদ বিপ্লব, সলিম উল্লাহ বাচ্চু, মো. মোরশেদ আলম, মো. নুরুল আমিন, গাজী মো. শফিউল আজিম, আবদুল মান্নান, ওয়াসিম উদ্দিন চৌধুরী, আবদুস সালাম মাসুম, জাফরুল হায়দার চৌধুরী এবং আনজুমান আরা,মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. মো. ইমাম হোসেন রানা, উপসচিব আশেকে রসুল টিপু।