সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪

সর্বশেষ

যুক্তরাজ্য সফরে এফবিসিসিআই প্রতিনিধিদল

যুক্তরাজ্য সফরে গেছেন দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর একটি প্রতিনিধি দল। এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের নেতৃত্বে এ প্রতিনিধিদল কমনওয়েলথ বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনে যোগ দেবেন। এ সফরে বাংলাদেশের হয়ে আরও ৪৪ জন ব্যবসায়ী অংশ নেবেন।

সোমবার (২৭ নভেম্বর) সকালে কমনওয়েলথ বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনের প্রথম দিনের অধিবেশনে যোগ দেবেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। এর আগে গতকাল রোববার (২৬ নভেম্বর) রাতে বাংলাদেশ হাইকমিশনের আমন্ত্রণে একটি নৈশভোজে যোগদান করেন ব্যবসায়ীরা।

পূর্বনির্ধারিত সফরে বাণিজ্য ও বিনিয়োগ সর্ম্পক জোরদারের বিষয় আলোচনা হবে। যা কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্যের ক্ষেত্রে নতুন মাত্রা যোগ হবে।

কমনওয়েলথ বাণিজ্য ও বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে আগামীকাল মঙ্গলবার (২৮ নভেম্বর) ‘টেক অ্যান্ড ইনোভেশন: অ্যানাব্লিং ট্রেড’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে প্যানেলিস্ট হিসেবে যোগদান করবেন এফবিসিসিআই সভাপতি। পরে ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ইউকেবিসিসিআই)-এর সঙ্গে সাক্ষাৎ এবং একটি সমঝোতা চুক্তি সই করবে এফবিসিসিআই।

সফরে বাংলাদেশ-যুক্তরাজ্যের ব্যবসায়ীদের মধ্যে বিজনেস টু বিজনেস (বিটুবি) সভা, যুক্তরাজ্যের ব্যবসায়ী প্রতিনিধির সঙ্গে দ্বিপাক্ষিক সভা হওয়ার কথা রয়েছে। সবশেষ আগামী বৃহস্পতিবার (২৯ নভম্বর) লন্ডন থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে এফবিসিসিআইর প্রতিনিধি দল।

আরও পড়ুন