সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪

সর্বশেষ

সাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা

দক্ষিণ আন্দামান সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা।মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকেলে আবহাওয়া অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

আবহাওয়াবিদ মনোয়ার হোসেন জানান, লঘুচাপটি বুধবার নাগাদ সুস্পষ্ট লঘুচাপের রূপ নেবে। এরপর আরও ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপের রূপ নেওয়ার পর এটি আরও ঘনীভূত হলে এর গতি-প্রকৃতি, অবস্থান স্পষ্ট করা হবে। পরিস্থিতি পযবেক্ষণ করে আবহাওয়ার সতর্কবার্তা দেওয়া হবে।

এদিকে ভারতীয় আবহাওয়া অফিস বলছে, লঘুচাপটি নিম্নচাপ, গভীর নিম্নচাপ দশা পেরিয়ে আগামী ২ ডিসেম্বর নাগাদ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘মিগযাউম’। নামটি দিয়েছে মিয়ানমার।

এর আগে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সবশেষ ঘূর্ণিঝড়ের নাম ছিল ‘মিধিলি’। এটি গত ১৭ নভেম্বর দুপুরে ঘণ্টায় ৮৮ কিলোমিটার গতিতে খেপুপাড়ার কাছ দিয়ে উপকূলে আঘাত হানে। এতে গাছপালা ও ফসলের ক্ষতিসহ ৯ জনের মৃত্যু হয়।

আরও পড়ুন