ইউরোপীয় ইউনিয়ন ইলেকশন বিশেষজ্ঞ মিশন সদস্যদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেছেন বিএনপি নেতারা। আজ শনিবার বেলা ৩টার দিকে ভার্চুয়ালি বৈঠক করেন তারা।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান-এর নেতৃত্বে বৈঠকে অংশ নেন দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানসহ ৫ সদস্যর প্রতিনিধিদল।
গণমাধ্যমে পাঠানো প্রেসনোটে বলা হয়, গায়েবি মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় নেতৃবৃন্দসহ সারাদেশে হাজার-হাজার নেতাকর্মীদের গ্রেপ্তার, পরিবারের সদস্যদের ওপর নির্যাতন, গভীর রাত পর্যন্ত আদালতের কাজ চালু রেখে বিরোধীদলের সম্ভাব্য প্রার্থীসহ শতশত নেতাকর্মীদের ফরমায়েসি সাজা প্রদানের মত দমন-পীড়নের মধ্যে একতরফা নির্বাচনী প্রহসনের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।