বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ

ধরো এই হাত @ জোবায়দা আক্তার চৌধুরী

ধরো এই হাত
@ জোবায়দা আক্তার চৌধুরী

এই হাতে হাত রাখো
ছাড়িয়ে নিও না
এই হাতে বিশ্বাস জমা রাখা আছে
শক্ত করে ধরে থাকো
হাতে রাখো এই হাত
কেন গোলাপের কাটার মতো বিধে যাও বুকে
কেন রক্ত ঝরাও
কেন সময়টা ঝরিয়ে দাও ঝরা পাতার মতো
কেন চোখের নদীতে ভাসাও
প্রদীপ জ্বালিয়ে দাও এই হাতে
শক্ত করে ধরে রাখো
ছাড়িয়ে নিও না এই হাত
এসো আঙ্গুলে আঙ্গুলে কথা বলি
চলো হাঁটি একসাথে সবুজ দিগন্তের পথ ধরে
হেমন্তের কোনও মিষ্টি ভোরে
কামিনী ফুলের গন্ধে বিভোর হবে বাতাস
তুমি বিভোর হবে আমার এলো চুলে
খানিক নাহয় হারিয়ে যাবো দুজন
সকল মান- অভিমান ভুলে
ধরো এই হাত
একটু করে
দু:খ ভুলে চলে এসো

তুমি ছাড়া সামনে চোরাবালি
তুমি ছাড়া একলা লাগে খালি

আরও পড়ুন