শনিবার, ৫ই অক্টোবর, ২০২৪

সর্বশেষ

ক্ষুধার্ত ফিলিস্তিন —-কোহিনূর আক্তার

ক্ষুধার্ত ফিলিস্তিন
—-কোহিনূর আক্তার
ওহে বিশ্ব দেখেছো ফিলিস্তিন ক্ষুধার্ত প্রাণ
এক ফিডার দুধ কেঁড়ে নিলো,নিয়ে গেলো মায়ের জান।
বারুদের বিস্ফোরণে হারিয়ে গেলো নীল আসমান
ওহে বিশ্ব
আমি ক্ষুধার্ত
আমি ক্ষুধার্ত
কেউ নেই, কিছু নেই সব লাল রক্তাক্ত।
পচাঁ লাশের গন্ধে হয়েছে নিঃশ্বাস ছোট্ট প্রাণে বিষাক্ত।
আমি দুধ চাই রক্ত নয়
ঘুমানোর জন্য নরম বিছানা চাই
ইট সিমেন্টের স্তূপ অনাগত শরীর কেমনে সয়।
ওহে শুনছো মহা মানবতার বিশ্ব
এক জোড়া কাঠের চোখে দিব্য মানচিত্র ।
চারিদিকে ধুম ধাম আকাশ ভাঙ্গার শব্দ
কাপছে দেশ, মরছে মানুষ,মুল্যহীন প্রাণ
আগুনে পুরছে পতাকা তাকিয়ে দেখছে
সমর খেলা বাকরুদ্ধ ঝলসা প্রাণ।
ওহে শুশ্রুষাকারিণীর মায়াময় শ্রেষ্ঠ
তাদের চিত্ত তলে হিংসা বিদ্বেষ বিদ্রুপ মনোভাবে
নিকৃষ্ট।
ওহে বিশ্ব
আমি ক্ষুধার্ত
জনম ধাত্রীর সৃষ্টি তারাই যেনো অবতার
ধ্বংস যজ্ঞে লিখে যাচ্ছে কত শত জীবনের স্বপ্নচার
ইটের নিচে চাঁপা প্রাণ নীরব থেকো না আর
হুঙ্কারে জ্বালাও আগুন ভেঙে ফেলো বিস্বাদের দ্বার ।
ওহে বিশ্ব
আমি ক্ষুধার্ত
আমি ক্ষুধার্ত

আরও পড়ুন