বৃহস্পতিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ

স্মৃতির ক্যানভাস -ফাতিমা কানিজ

স্মৃতির ক্যানভাস
-ফাতিমা কানিজ
“””””””””””””””””””””””””””””””””” 🌿
বিষন্ন বিকেলের পাতা ঝরা দেখে
হাজারো স্মৃতির ভিড় জমে মনের উঠোন বাড়ি,
আজ যা স্বপ্নীল, কাল সবই স্মৃতি গোধূলি আলোয়
কিছু ভীষণ আবেগী লাল টুকটুকে, ব্যথায় নীল কোনটা,
কোনটা পানসে সাদাকালোয়
এক জীবনে বইছে কত ভার, হিসেব জানা নেই তার।
স্কুল পালানো বন্ধুর স্মৃতি বায়না ধরা শৈশব স্মৃতি
ফুচকা আর হইচই, চড়ুইভাতি গেলো কই,
অবুঝ প্রেমে দাগ কাটে আজো কৈশোর প্রীতি
নষ্ট ভেবে কষ্ট দিল যে জন, গোপন সে রীতি
খুব বিরহে একা থাকা,ব্যর্থ প্রেমের শ্রেষ্ঠ স্মৃতি।
সব পেয়ে সব হারায় যে মানুষ
ভেতরে ভেতরে একাই কাঁদে
যুক্তি খুঁজে নিজেরই মতো
অন্ধকারে যুদ্ধ করে বয়োবৃদ্ধ হয়
গেছে যে সময়,জলরঙে আঁকা বিমূর্ত স্মৃতি।
কালো চুলে সাদা রীতি, চিরন্তন সবই
নিভে গেলে বাতি,তাও হবে বিস্মৃতি।
একা মনের হাজারো জিজ্ঞাসা,হাজারো প্রশ্ন
জবাব কি মিলে তার?
সময় ফুরাবে,স্মৃতির আড়ালে
জীবনকে ভালোবেসেই এ সমাজ সংসার।

আরও পড়ুন