সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪

সর্বশেষ

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর ২ দিন ব্যাপী বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 

অদ্য ৮ ও ৯ ডিসেম্বর নগরীর ৪টি কেন্দ্রে ২দিনব্যাপী পরীক্ষার ১ম দিন অনুষ্ঠিত হয়।

প্রথম দিন ৮ ডিসেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২.৩০ টা পর্যন্ত গণিত পরীক্ষা সম্পন্ন হয়।। আগামী কাল ৯ ডিসেম্বর শনিবার সকাল ১০টা থেকে ২য় দিনের পরীক্ষা দুপুর ১টা পর্যন্ত বাংলা ও ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম -১ (পাহাড়তলী), চট্টগ্রাম -২(পাচলাইশ), চট্টগ্রাম -৩ (চান্দগাঁও), চট্টগ্রাম -৬(বাকলিয়া) এই পরীক্ষা কেন্দ্র প্রধান অতিথি হিসেবে পরিদর্শন করেন বিশিষ্ট শিক্ষানুরাগী ও রাজনীতিক, বাংলাদেশ কল্যাণ পার্টির স্থায়ি কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ ইলিয়াস। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিক ও সাহিত্যিক বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি জনাব সাজিদ ইসলাম ইকবাল , সংগঠনের উপদেষ্টা যাচমা বেগম, সাধারণ সম্পাদক কাজী সরোয়ার খান মনজু, সহ সভাপতি জাকারিয়া সিরাজ, টিপু কান্তি দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, অর্থ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ খলিল উল্লাহ, শিক্ষা সম্পাদক মালেকা আনোয়ার মায়া, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফারুকুল ইসলাম, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস রুক্সি, আইন সম্পাদক মুহাম্মদ এরশাদ হোসেন, সহ শিক্ষা সম্পাদক মুহাম্মদ নুরুল আমিন, সহ প্রচার সম্পাদক আরিফ জামশেদ, এনামুল হক, সোহাগ জমাদ্দার, মিসেস আলেয়া বেগম, উম্মে সালমা, মুসলিম উদ্দিন কাদেরী, তানভীর আহমেদ কোরাইশি, ঝুনো দাস, মিসেস কুসুম, প্রমূখ।
কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থী, শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি সাজিদ ইসলাম ইকবাল ও সাধারণ সম্পাদক কাজী

আরও পড়ুন