বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ

বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশনের ২দিন ব্যাপী বৃত্তি পরীক্ষা সম্পন্ন

বন্দর নগরীর ৪টি পরীক্ষা কেন্দ্রে ২দিনব্যাপী বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর কিন্ডারগার্টেন বৃত্তি-২০২৩ পরীক্ষা বিপুল উৎসাহ উদ্দীপনায় সম্পন্ন হয়েছে।
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর কেন্দ্রীয় মহাসচিব মিজানুর রহমান সরকার বলেন বিশ্বায়নের এ যুগে জাতীয় চ্যালেঞ্জ হিসেবে নতুন প্রজন্ম কে প্রতিযোগীতার মাধ্যমে সুশিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষার অবদান রেখে আসছেন। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন প্রতি বছর কোমলমতি শিক্ষার্থীদের মেধাবিকাশে প্রতিযোগিতামূলক দেশব্যাপী বৃত্তি পরীক্ষা সফলভাবে পরিচালনা করে আসছে। শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের মাধ্যমে উন্নত জাতি গঠনের সহায়ক ভুমিকা পালন করছেন। বৃত্তি পরীক্ষার মাধ্যমে দক্ষ জাতি গঠন, দেশপ্রেমিক সুনাগরিক তৈরি, স্মার্ট ও ডিজিটাল বাংলাদেশ গঠনের স্বপ্ন বাস্তবায়নের এগিয়ে যাবে।

চট্টগ্রামের পাহাড়তলী, পাচলাইশ, চান্দগাঁও ও বাকলিয়া পরীক্ষা কেন্দ্রে সমাপনী দিন প্রধান অতিথি হিসেবে পরিদর্শন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ড. ফরিদুদ্দীন ফারুক, প্রথম দিন প্রধান অতিথি হিসেবে হল পরিদর্শন করেন কল্যাণ পাটির স্থায়ী কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী বীর মুক্তিযোদ্ধা জননেতা মোহাম্মদ ইলিয়াস।
বৃত্তি পরীক্ষার সার্বিক ব্যবস্থা অনলাইনে পর্যবেক্ষণ করেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর কেন্দ্রীয় মহাসচিব মিজানুর রহমান সরকার, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ ফারুক হোসেন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ হামিদুর রহমান, শিক্ষা সম্পাদক আবদুল হালিম ও সহকারী শিক্ষা সম্পাদক মোহাম্মদ মোশাররফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে আল আমিন বারীয়া মডেল ফাজিল মাদাসার অধ্যক্ষ ড. মোহাম্মদ ইসমাইল, শিক্ষানুরাগী সালাউদ্দীন কাদের লাভলু সহ সমাজের বিভিন্ন পেশার নেতৃবৃন্দ হল পরিদর্শন করেন।
কেন্দ্র পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি কবি সাজিদ ইসলাম ইকবাল, সংগঠনের উপদেষ্টা যাচমা বেগম, সাধারণ সম্পাদক কাজী সরোয়ার খান মনজু, সহ সভাপতি মুহাম্মদ জাকারিয়া সিরাজ, টিপু কান্তি দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ ফজলুর রহমান, অর্থ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ খলিল উল্লাহ, শিক্ষা সম্পাদক মালেকা আনোয়ার মায়া, তথ্য ও প্রযুক্তি সম্পাদক ফারুকুল ইসলাম, পরিকল্পনা সম্পাদক মুহাম্মদ অলি উল্লাহ, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস রুক্সি, আইন সম্পাদক মুহাম্মদ এরশাদ হোসেন, ধর্মীয় সম্পাদক এইচ এম মনিরুল ইসলাম, সহ শিক্ষা সম্পাদক নুরুল আমিন, সহ প্রচার সম্পাদক আরিফ জামশেদ, এনামুল হক, সোহাগ জোমাদ্দার, মিসেস আলেয়া বেগম, উম্মে সালমা, তানভীর আহমেদ কোরাইশি, মোরশেদ নেওয়াজ, ঝুনো দাস, মিসেস কুসুম প্রমূখ।

আরও পড়ুন