বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ

চট্টগ্রামে নাশকতায় মামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার

চট্টগ্রামে ককটেল বিস্ফোরণ ও নাশকতার মামলার পলাতক আসামি চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. সরোয়ার উদ্দিন সেলিমকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

সারোয়ার উদ্দিন সেলিম (৪৯) মিঠানালা এলাকার মৃত তাজুল ইসলামের ছেলে।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো.নূরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা পৌণে সাতটার দিকে নগরীর সিনেমা প্যালেস মোড় থেকে সারোয়ার উদ্দিন সেলিমকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বলে জানান।

তিনি আরও বলেন, সারোয়ার উদ্দিন সেলিমের বিরুদ্ধে মিরসরাই, জোরারগঞ্জ, ফেনী সদর মডেল থানা এবং নগরীর কোতোয়ালী থানায় সরকারি সম্পত্তির ক্ষতিসাধন, বেআইনি সমাবেশ, নাশকতা, হত্যাচেষ্টাসহ ৯টি মামলা রয়েছে। তাকে মিরসরাই থানায় হস্তান্তর করা হয়েছে।

 

আরও পড়ুন