সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪

সর্বশেষ

নতুন নতুন উদ্ভাবনী চিন্তা-চেতনার মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করতে হবে”-চবি উপাচার্য

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং অনুষদের উদ্যোগে “Application of Artificial Intelligence in Drug Design and Delivery” শীর্ষক এক সেমিনার ১২ ডিসেম্বর ২০২৩ বিকাল ২:০০ টায় চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ভার্চুয়াল ক্লাশরুমে অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. রাশেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ নাসিম হাসান, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ তৌহিদ হোসেন ও মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেট ইউনির্ভাসিটির প্রফেসর ড. প্রশান্ত দত্ত এবং আলোচক ছিলেন চবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ শাহাদাত হোসেন। সেমিনার সঞ্চালনা করেন চবি ইঞ্জিনিয়ারিং অনুষদের প্রভাষক (ইংরেজি) ফাতেমা-তুজ-জোহরা। সেমিনারে চবি ইঞ্জিনিয়ারিং অনুষদ ও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মাননীয় উপাচার্য সেমিনারে উপস্থিত সকলকে শুভেচ্ছা ও আয়োজকবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, “চতুর্থ শিল্প বিপ্লবের এ যুগে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিশ্বায়নের সময়োপযোগী এ সেমিনারের আয়োজন করায় চবি ইঞ্জিনিয়ারিং অনুষদ নিঃসন্দেহে কৃতিত্বের দাবিদার। অনলাইন নির্ভর এ যুগে আমাদের শিক্ষক-গবেষক ও শিক্ষার্থীদের আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ভিত্তিতে নতুন নতুন উদ্ভাবনী চিন্তা-চেতনার মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করতে হবে।” প্রসঙ্গক্রমে মাননীয় উপাচার্য বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ইতোমধ্যে ‘ইনোভেশন হাব’ উদ্বোধনের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-গবেষকদের গবেষণাকর্ম ও উদ্ভাবনী বিষয়গুলো বিশ্ব প্লাটফর্মে উপস্থাপন ও যোগাযোগ প্রযুক্তির আদান-প্রদানের সুযোগ অবারিত করেছেন।” মাননীয় উপাচার্য আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স এর উপর আরও বেশি সেমিনার-সিম্পোজিয়াম অনুষ্ঠিত হলে দেশের শিক্ষক-গবেষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অধিকতর লাভবান হবেন এবং প্রযুক্তিনির্ভর মানুষের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও পড়ুন