প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন চট্টগ্রাম–১৫ (সাতকানিয়া– লোহাগাড়া) আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব। গতকাল বুধবার দুপুর ২টায় গণভবনে প্রধানমন্ত্রীর সাথে তিনি সাক্ষাৎ করেন। এ সময় এ আসনের অপর স্বতন্ত্র প্রার্থী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ডা. আ ম ম মিনহাজুর রহমান উপস্থিত ছিলেন।
এম এ মোতালেব জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সুযোগ করে দেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছি।এ সময় প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রীর নিকট দোয়া চেয়েছি।