আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস ২০২৩ উপলক্ষ্যে শহিদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে সূর্যোদয়ের সাথে সাথে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধানিবেদন করেন জনাব দেওয়ান মাহবুবুর রহমান, জেলা প্রশাসক, নোয়াখালী। এসময় জেলা প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারগণসহ নোয়াখালী জেলার বিভিন্ন দপ্তরের প্রধানেরা উপস্থিত ছিলেন। এরপর সকাল ০৮:৩০ ঘটিকায় জেলা প্রশাসন নোয়াখালীর আয়োজনে শহিদ ভুলু স্টেডিয়ামে কুচকাওয়াজ, মনোজ্ঞ ডিসপ্লে, শুভেচ্ছা স্মারক এবং শুভেচ্ছা উপহার বিতরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ান মাহবুবুর রহমান, জেলা প্রশাসক, নোয়াখালী; বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আসাদুজ্জামান,বিপিএম,পিপিএম, পুলিশ সুপার, নোয়াখালী।
প্রতিবছরের ন্যায় জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ অনুষ্ঠানে নোয়াখালী জেলার সকল দপ্তরের দপ্তর প্রধানবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এর ছাত্রছাত্রী এবং সম্মানিত শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি, নোয়াখালীতে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।