সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের একদফা দাবিতে সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে মিছিল করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।নগর বিএনপির আহবায়ক ডা.শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাসেম বক্কর এর নেতৃত্বে নগরীর নগরীর গোল পাহাড় মোড়, ওআর নিজাম রোড় ও প্রবর্তক মোড় এলাকায় বিক্ষোভ মিছিল, সমাবেশ ও পিকেটিং করা হয়।
এসময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, আব্দুল মান্নান, আহবায়ক কমিটির সদস্য গাজী মো. সিরাজ উল্লাহ, মো. কামরুল ইসলাম,জসিম উদ্দীন চৌধুরী,মোহাম্মদ রাসেল,সেলিম উদ্দীন রাসেল,
মিছিল শেষে ডা. শাহাদাত হোসেন বলেন,সরকার জনগণকে ভোটকে ভয় পায় বিধায় জনগন ভোট কেন্দ্রে এসে ভোট দেক এটা চাইনা।কারণ বাংলাদেশের মানুষ তাদেরকে ভোট দেবেনা এটা তাদের জানা হয়ে গেছে।তিনি বলেন,দেশে এত উন্নয়ন করলে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে কিসের ভয়?ভোটের নামে এ তামাশা না করে ঘোষনা দিলেইতো দেশের ১৬ হাজার কোটি টাকা রক্ষা হয়।
তিনি জনগণকে এ তামাশার নির্বাচনে অংশ না নিয়ে বিএনপির ভোটের অধীকার আন্দোলনে শরিক হওয়ার আহবান জানান।
সদস্য সচিব আবুল হাসেম বক্কর বলেন,গ্রেফতার,মামলা ,হামলা দিয়ে জনগণের ভোটের অধিকার আন্দোলন বন্ধ করা যাবেনা।যতই নির্যাতন হোক বিএনপির নেতা কর্মীরা রাজপতে আছে থাকবে।
অন্যদিকে সকালে নগরীর বহদ্দারহাট এক কিলোমিটার এলাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মাহবুব আলম, আনোয়ার হোসেন লিপু, বিএনপি নেতা আব্দুল আজিজ, চান্দগাঁও থানা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ভূঁইয়াসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।
এ ছাড়া নগরীর চকবাজার অলি খাঁ মসজিদ মোড় থেকে হরতালের সমর্থনে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর নেতৃত্বে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি প্রবর্তক মোড় এলাকায় গিয়ে শেষ হয়।
এ সময় চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মামুনুর রহমান, যুগ্ম সম্পাদক জমিরউদ্দীন নাহিদ, আবু বক্কর রাজু, গোলাম সরোয়ারসহ মহানগর, থানা ও ওয়ার্ড নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
হরতালের সমর্থনে চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-সভাপতি ফজলুল হক সুমনের নেতৃত্বে পাহাড়তলী ডি.টি রোডে যুবদলের নেতাকর্মীরা মিছিল করে।
হরতাল সমর্থনে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের আওয়াতাধীন বায়েজিদ থানা ছাত্রদল নগরীর বায়েজিদ বোস্তামী মাজার গেট থেকে চট্টগ্রাম ক্যান্টনমেন্টের সামনে মহাসড়কে মিছিল করে।