শুক্রবার, ৮ই নভেম্বর, ২০২৪

সর্বশেষ

২৯ ডিসেম্বর বরিশালে ৩০ ডিসেম্বর গোপালগঞ্জে জনসভা করবেন শেখ হাসিনা

দ্বাদশ সংসদ নির্বাচনে প্রচারের অংশ হিসেবে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ শেখ হাসিনা আগামী ২৯ ডিসেম্বর (শুক্রবার) বিকাল ৩টায় বরিশাল জেলা সদরে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন।

তিনি ৩০ ডিসেম্বর (শনিবার) গোপালগঞ্জ-৩ নির্বাচনি এলাকায় ( টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া) এবং মাদারীপুর-৩ নির্বাচনি জনসভায় বক্তব্য রাখবেন।

মঙ্গলবার আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতর থেকে এ তথ্য জানানো হয়েছে।

আরও জানানো হয়েছে, শেখ হাসিনা ২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিকাল ৩টায় রংপুর বিভাগের পঞ্চগড় ও লালমনিরহাট, রাজশাহী বিভাগের নাটোর ও পাবনা এবং চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়িতে ভার্চুয়ালি নির্বাচনি জনসভায় বক্তৃতা করবেন।

আরও পড়ুন