শুক্রবার, ১৫ই নভেম্বর, ২০২৪

সর্বশেষ

চট্টগ্রাম একাডেমি এগিয়ে যাবে সৌরভে, গৌরবে

চট্টগ্রাম একাডেমির ২৩তম বার্ষিক সাধারণ সভা গতকাল শুক্রবার সন্ধ্যায় একাডেমির ফয়েজ নুর নাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম একাডেমির পরিচালক প্রফেসর রীতা দত্ত। তিনি বলেন, বিগত বছরে চট্টগ্রাম একাডেমি অনেক অনুষ্ঠানের আয়োজন করেছে যে অনুষ্ঠানগুলো আমাদের সাহিত্য, সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। আমাদের তরুণ প্রজন্ম এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করে নিজেদের সমৃদ্ধ করছে মানবিক গুণসম্পন্ন করে তুলছে। চট্টগ্রাম একাডেমি এভাবে এগিয়ে যাবে নান্দনিক অনুষ্ঠানাদি আয়োজন করে এ কামনা করি। একাডেমির সাথে সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় চট্টগ্রাম একাডেমি এগিয়ে যাবে সৌরভে, গৌরবে।

সভায় ২৩তম বার্ষিক সভার প্রতিবেদন পাঠ করেন একাডেমির মহাপরিচালক আমিনুর রশীদ কাদেরী। তিনি সদস্যদের যার যার অবস্থান থেকে একাডেমিকে তুলে ধরার আহ্বান জানিয়ে বলেন, সবার সহযোগিতায় একাডেমির ভবিষ্যৎ কর্মসূচিগুলো আরো সুন্দরভাবে ও সুচারুরূপে বাস্তবায়ন করতে চাই। একাডেমির প্রতিষ্ঠাতা শিশুসাহিত্যিক রাশেদ রউফের সঞ্চালনায় বক্তব্য দেন, একাডেমির সাবেক মহাপরিচালক নেছার আহমদ, অরুণ শীল, পরিচালক দীপক বড়ুয়া, বিপুল বড়ুয়া, রহমান হাবীব, এস এম আবদুল আজিজ, মেহের আফরোজ হাসিনা, এস এম মোখলেসুর রহমান, বাসুদেব খাস্তগীর ও ফারজানা রহমান শিমু। সূচনা বক্তব্য দেন পরিচালক মো. জাহাঙ্গীর মিঞা। শুভেচ্ছা বক্তব্য দেন পৃষ্ঠপোষক সদস্য প্রাবন্ধিক–শিক্ষাবিদ মুহাম্মদ মুজিবুর রহমান, অধ্যক্ষ মো. মাজহারুল হক, অধ্যক্ষ তরুণ কান্তি বড়ুয়া, অধ্যক্ষ ছন্দা চক্রবর্তী, ছড়াশৈলী সম্পাদক কাসেম আলী রানা, কবি ও গীতিকার জসীম উদ্দীন খান। একাডেমির পৃষ্ঠপোষক সদস্য অধ্যক্ষ মো. মাজহারুল হকের সম্পাদনায় সদস্যদের ছবিসম্বলিত একটি ডিরেক্টরি প্রকাশের প্রস্তাবনা সাধারণ সভায় সাদরে গৃহীত হয়।

আরও পড়ুন