চট্টগ্রাম প্রেস ক্লাব- সাইফ পাওয়ারটেক লিমিটেড বার্ষিক ক্রীড়ার ব্যাডমিন্টন পঞ্চাশোর্ধ এবং চল্লিশোর্ধ দ্বৈতের খেলাসমূহ নগরীর রাইফেল ক্লাবে শনিবার সম্পন্ন হয়েছে। পঞ্চাশোর্ধ দ্বৈতে দেবাশীষ বড়ুয়া দেবু-মোহাম্মদ ফারুক জুটি চ্যাম্পিয়ন হয়েছেন। রানার আপ হন আবু জাফর মো. হায়দার-সাইফুল্লাহ চৌধুরী জুটি।
চল্লিশোর্ধ দ্বৈতে শরীফুল হক- মিজানুর রহমান জুটি চ্যা্ম্পিয়ন হন। রানার আপ হয়েছেন আলীউর রহমান-মো. শওকত ওসমান জুটি।
খেলা পরিচালনায় ছিলেন প্রেস ক্লাবের ক্রীড়া সম্পাদক এম সরওয়ারুল আলম সোহেল, সাবেক জাতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় মোর্শেদ খান এবং ক্রীড়া উপকমিটির সদস্য নির্মল চন্দ্র দাশ।
রবিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের বার্ষিক বিশেষ অধিবেশনের কারণে সকল খেলা বন্ধ থাকবে। রাইফেল ক্লাবের সিডিউল মোতাবেক, আগামী ২৫ ও ২৬ ডিসেম্বরের মধ্যে ব্যাডমিন্টনের সব বিভাগের খেলাসমূহ শেষ করতে হবে। তাই যথাসময়ে খেলা সম্পন্ন করতে সকল প্রতিযোগীর সহযোগিতা কামনা করা হয়।
।