সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪

সর্বশেষ

সে শুধুই আমার # ফাতেমা হক মুক্তামনি

সে শুধুই আমার
# ফাতেমা হক মুক্তামনি

কেউ একজন আমার জন্য পাখির মতো উড়তে পারে
—— জানতে পেরেই লাগলো ভালো।
কেউ একজন আমার জন্য খেয়ার মতো ভাসতে পারে
—— জানতে পেরেই লাগলো ভালো।
কেউ একজন আমার কথায় অট্টহাসি হাসতে পারে
—— জানতে পেরেই লাগলো ভালো।
কেউ একজন আমার দুঃখে আপন মনে কাঁদতে পারে
——- জানতে পেরেই লাগলো ভালো।
কেউ একজন আমার জন্য আকাশটাকে কিনতে পারে
——– জানতে পেরেই লাগলো ভালো।
কেউ একজন সাগর জলে অট্টালিকা গড়তে পারে
——- জানতে পেরেই লাগলো ভালো।
কেউ একজন আমায় ভেবে অকাতরে মরতে পারে
——— জানতে পেরেই লাগলো ভালো।
কেউ একজন আপন করে শুধুই ভালবাসতে পারে
———- জানতে পেরেই লাগলো ভালো।
বারকিং রিভারসাইড, লন্ডন।

আরও পড়ুন