আজ ২৫ ডিসেম্বর বন্দর নগরীর স্বনামধন্য দি চিটাগাং ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ ও বিতরণী অনুষ্ঠান সম্পন্ন।
চান্দগাঁও থানার দি চিটাগাং ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক, প্রতিষ্টাতা পরিচালক ও বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী সদস্য জনাব মো: সোহাগ জমাদ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক সংগঠক কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু।
প্রধান অতিথি কাজী সরোয়ার খান মনজু বলেন দি চিটাগাং ইন্টারন্যাশনাল স্কুল শিক্ষার্থীদের সুশিক্ষার মাধ্যমে সুনাগরিক তৈরি করতে কাজ করে যাচ্ছেন। সুনাগরিক তৈরি করতে সুশিক্ষার বিকল্প নেই। কোমলমতি শিক্ষার্থীদের আনন্দময় বাস্তবমুখী শিক্ষা প্রদানে কিন্ডারগার্টেন স্কুলসমুহ প্রাথমিক শিক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছেন।
অভিভাবক ও শিক্ষার্থীদের উৎসবের আমেজে প্লে থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিগত শিক্ষাবর্ষের বার্ষিক ফলাফল প্রকাশ ও বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নিভা আক্তার নিপা, খুরশিদা বেগম, রঞ্জিতা দাশ, রুমা খানম প্রমুখ।