বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

সর্বশেষ

নির্বাচন আমাদের করতে হবে, এটা সাংবিধানিক বাধ্যবাধকতা : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা প্রতিকূল পরিস্থিতির মুখে লড়াই করে যাচ্ছি। ষড়যন্ত্র আর সন্ত্রাসের মধ্যে আমরা শেখ হাসিনার নেতৃত্বে লড়াই করছি। নির্বাচন আমাদের করতে হবে, এটা সাংবিধানিক বাধ্যবাধকতা।

বুধবার (২৭ ডিসেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ষড়যন্ত্র আর সন্ত্রাসসহ নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ লড়াই করে যাচ্ছে জানিয়ে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ ছাড়া কেউ আর বাংলাদেশে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করেনি। ‘ঠুঁটো জগন্নাথ’ মার্কা নির্বাচন কমিশন আমরা চাই না।

আওয়ামী লীগের এই নেতা বলেন, আমরা বার বার আগুন সন্ত্রাস দেখেছি। এসব সন্ত্রাস, ষড়যন্ত্র মোকাবিলা করেই আবারও আমরা শেখ হাসিনার নেতৃত্বে বিজয়ের বন্দরে পৌঁছে যাব। সে লক্ষ্যেই আমরা এগোচ্ছি।

আইআরআই জরিপ বলছে, দেশের ৭০ শতাংশ মানুষ শেখ হাসিনাকে সমর্থন করেন। আমরা ভয় পাবো কাকে? ভয়ে কাঁপে কাপুরুষ, লড়ে যায় বীর উল্লেখ করেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনে করেন ৭ তারিখ কোটি কোটি মানুষ ভোট দেবে।

আরও পড়ুন