সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪

সর্বশেষ

কবিতা তুমি @ শাহনাজ পারভীন মিতা

কবিতা তুমি
@ শাহনাজ পারভীন মিতা

————————-
কবিতা তুমি কল্পনাবিলাসী
রাতের আকাশে তারা শশী,
জোছনার রুপালী আলো
নদীজল ঢেউ কাজল কালো।
কবিতা তুমি নিস্তব্ধ দুপুর
কিশোরী মনের স্বপ্ন নুপূর,
নবীন কিশোর নিশ্চুপ নির্জন
বিরহ ক্ষণ শুধুই মধুযাপন ।
কবিতা তুমি তরুণীর ছায়া
নিরালা বিকেল সন্ধ্যার মায়া,
সূর্যাস্তের আলো ছায়া নদীজল
পাখির ঝাঁক ঝর্ণার জলে সুশীতল
কবিতা তুমি যুবতীর প্রেম
জীবন উদ্দামে নিকশিত হেম,
সন্ধাতারার বুকে স্বপ্নচারিনী
রাত গভীরের কে নিদ্রাহরণী !
কবিতা তুমি ভোরের বকুল
জীবন আঁধারে কত অজানা ভুল,
শুধুই খুঁজে খুঁজে না পাওয়া
কত স্বপ্ন কল্পনা মিথ্যা চাওয়া ।
কবিতা তুমি রূবাইয়াৎ ওমর খৈয়াম
ইরানের নিশাপুরে আনন্দধাম,
সৌন্দর্য সুফী ও দার্শনিক মতবাদে
এনেছো ধরায় কবিতা জীবন ছন্দে।
কবিতা তোমাকে খুঁজি সুখের আলাপনে
শান্তির সুবাতাস বয়ে যায় মনে প্রাণে।

আরও পড়ুন