আসক্তি
মাকসুদা বেগম 📝। ।
ধীরে ধীরে নদী প্রবাহিত হতে হতে যেমন দীর্ঘায়িত হয়ে যায় তার দৈর্ঘ প্রস্ত সব প্রকাশ পায় তেমনি তাঁর মতো আমিও।
তোমার জীবনের সাথে জড়াতে জড়াতে আমিও মায়ার বাঁধনে জড়িয়ে এখন দূরে চলে যেতে চাইলেও পারিনা।কি মায়াময় বেঁধে ছো মোরে।
একদিন খুব শখ করে তোমায় বলেছিলাম সঙ্গে নেবে?
তুমি বলেছিলে না!আমি কষ্ঠ পেয়েছিলাম ।খুব কেঁদে ছিলাম ।
তোমাকে হারানোর ভয় তাড়া করে বেড়াতো।আমি উৎকন্ঠিত, ভয়ে জড়সড়ো।আমি নিশ্চুপ, নিথর ।
আমি সমস্ত দিন শেষে ভোরের শুকতারা দেখি আর তোমার ভাবনায় ডুবি।
অতলে ডুবতে ডুবতে ভেসে ওঠার পর
সেই তোমাকেই আঁকড়ে ধরে বাঁচি ।
আমি যত গহীনে যাই তুমি তত পালিয়ে বাঁচো।
আমি যত শূণ্যতা খুঁজি তুমি তত আমাকে ঘিরে থাকো।প্রতিটি মুহুর্তেই তুমি থাকো অসাধ্যকে সাধন করে ।
আমি তোমাতেই আবৃত ।আমি তোমাতেই আসক্তি ।