বৃহস্পতিবার, ১২ই ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ

কেন্দ্রীয় বায়তুশ শরফ মসজিদের নবনির্মিত গ্রাউন্ড ফ্লোর উদ্বোধন

আজ ২৯ ডিসেম্বর ২০২৩ চট্টগ্রাম কেন্দ্রীয় বায়তুশ শরফ মসজিদের নবনির্মিত গ্রাউন্ড ফ্লোর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন রাহবরে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন বায়তুশ শরফের বিশিষ্ট খাদেম, রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল বায়তুশ শরফ আনজুমনে ইত্তেহাদের সেক্রেটারি জেনারেল হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, আনজুমনে ইত্তেহাদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জনাব মুর্তজা ছিদ্দিক, অর্থ সম্পাদক জনাব নূরুল কবির, গবেষণা বিষয়ক সম্পাদক অধ্যাপক শফিউর রহমান, বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সালেহ মুহাম্মদ সলিমুল্লাহ, আনজুমনে ইত্তেহাদের সদস্য কাজী নূরুল হুদা, কাজী মাওলানা শিহাবুদ্দিন, মাওলানা মুসা কাজেমীসহ বিপুল সংখ্যক মুসল্লীর উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে রাহবারে বায়তুশ শরফ আল্লামা শায়খ মুহাম্মদ আবদুল হাই নদভী বলেন, পৃথিবীতে জায়গার কোনো অভাব নেই। এসব জায়গায় আল্লাহতায়ালার জিকির করা যায়, ইবাদত-বন্দেগি পালন করা যায়। কিন্তু এসব জায়গার মধ্যে মসজিদ এক অনন্য বৈশিষ্ট্যের অধিকারী। মসজিদকে আল্লাহ তায়ালার ঘর বলা হয়। মসজিদ আল্লাহর সবচেয়ে প্রিয় জায়গা এবং দিনরাত তার রহমত নাজিলের ক্ষেত্র। মসজিদের সঙ্গে মুমিন মুসলমানের প্রতিনিয়ত সম্পর্ক থাকা উচিত। মসজিদের সঙ্গে সম্পর্ক স্থাপন আত্মিক প্রশান্তি লাভ, আল্লাহ তায়ালার নৈকট্য অর্জন ও ঈমান-আমল উন্নত করার এক পবিত্র ও বরকতময় উপায়। সুতরাং প্রত্যেক মুমিনের কর্তব্য হলো- মসজিদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা এবং একে জ্ঞান ও আলো, হেদায়েত ও সফলতার কেন্দ্র মনে করা।

আরও পড়ুন