শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪

সর্বশেষ

নৃত্য শৃঙ্খলার চর্চা ও সৌন্দর্যের সাধনা মানুষকে করে পরিপূর্ণ

শাস্ত্রীয় নৃত্য ও সংগীত চর্চার জন্য শিষ্য গুরুর কাছ থেকে নৃত্য ও সংগীতের নানা আবেগীয় কৌশল আয়ত্ব করতে থাকে, যা তাকে শিল্পের নির্দিষ্ট পূর্ণতার দিকে নিয়ে যায়। নৃত্যে বিশেষ অবদানের জন্য জীনাৎ জাহান স্মৃতি সম্মাননা পদকে ভূষিত হলেন চট্টগ্রামের নৃত্যগুরু স্বপন দাশ। শাস্ত্রীয় নৃত্যে তার অসংখ্য ছাত্রথছাত্রী ও নৃত্য শিল্পী রয়েছে। গুরুর কাছ থেকে সংগৃহীত তালিম ও নিজের আবেগ মিশিয়ে শিষ্য যেন দর্শক শ্রোতার দক্ষতার সঙ্গে তার শিল্পী উপস্থাপনা করতে পারে গুরু তাকে সেই সহযোগিতা করে থাকেন। নৃত্য মানে শৃঙ্খলা চর্চা ও সৌন্দর্যের সাধনা মানুষকে করে পরিপূর্ণ আবেগময় অনুভূতিকে করে বিকশিত। কথক নৃত্য সম্প্রদায় শাস্ত্রীয় নৃত্য ও সংগীত চর্চায় অনন্য ভূমিকা রেখেছে তাহা ভূয়সী প্রশংসনীয়।
গত ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে কথক নৃত্য সম্প্রদায়ের আয়োজিত রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় প-িত বিরজু মহারাজ দ্বাদশ কথক নৃত্য উৎসবে বর্ণিল অনুষ্ঠানে বক্তারা একথা বলেন।
মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। কথক নৃত্য সম্প্রদায়ের পরিচালক নৃত্য শিল্পী ও নৃত্য গুরু সাজু আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। জীনাৎ জাহান স্মৃতি সম্মাননা স্মারক পদক পেলেন ঘুঙুর নৃত্যকলা কেন্দ্রের অধ্যক্ষ উস্তাদ স্বপন দাশ। বাচিক শিল্পী সোমা বোস এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন চট্টগ্রামের বিভাগীয় সম্পাদক সাইফুল আলম বাবু, জেলা কালচারাল অফিসার মোহাম্মদ মোসলেম উদ্দিন, রবীন্দ্র সৃজন কলা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ উপদেষ্টা মৌসুমী সুলতানা।
আলোচনা সভা শেষে শাস্ত্রীয় দলীয় নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন- কথক নৃত্য সম্প্রদায়, ঘুঙুর নৃত্যকলা কেন্দ্র, নৃত্যাঞ্চল সাংস্কৃতিক একাডেমি, নিক্কন একাডেমি, চারুতা নৃত্যকলা একাডেমি, নটরাজ নৃত্যাঙ্গণ একাডেমি, নটরাজ নৃত্যকলা কেন্দ্র, রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয় প্রমূখ।

আরও পড়ুন