“ তুই কি আমার হবি ”
@@ যুথী কাজী
পাহাড়ী নদীর স্রোতে
আমি কলকল তানে,
অপেক্ষায় জনম জনম ধরে
তোকে দেখবো বলে
তুই নুপুর পায়ে
এলোমেলো কেশে,
চপল যুগল পায়ে পায়ে
চঞ্চলা হাওয়ায় পাল তুলে
এক পা, দু পা করে
পা ডুবিয়ে দিবি স্রোতে,
আমি ছুঁয়ে ছুঁয়ে যাব
তোর চরণ, ধীর স্রোতে
আদুরে স্পর্শে
ছড়িয়ে দিব প্রেম তোর চরণে,
ভালোবাসা দিব, আমার যত
আর বিনয়ের সুরে
বলবো তোকে, দেবী
তুই কি আমার হবি???