মঙ্গলবার, ৫ই নভেম্বর, ২০২৪

সর্বশেষ

গেল বছরে বিদেশমুখী ছিল ঢাকাই তারকারা

আজই রাত বারোটা অতিক্রম করার সঙ্গে সঙ্গে শেষ হচ্ছে চিরকালের জন্য ২০২৩। সেই সঙ্গে রাত বারোটা অতিক্রম করার সঙ্গে সঙ্গে সারা বিশ্বে একসঙ্গে বিপুল আতশবাজি ফোটানোর মধ্য দিয়ে বরণ করে নেওয়া হবে ২০২৪ সাল। সময়ের হেরফেরে এই আনন্দের ফোয়ারা একসঙ্গে না ঘটলেও ন্যূনতম একদিনের ব্যবধানে তো হবেই। তবে বাংলাদেশে আজ রাত ১২টা অতিক্রম করার সঙ্গে সঙ্গেই বিপুল আনন্দের আতিশয্যের মধ্য দিয়েই বরণ করে নেওয়া হবে ২০২৪ সালকে। দেয়ালে উঠবে নতুন বছরের বর্ষপঞ্জি।

একদিকে যখন দেশের আপামর মানুষ নতুন বছর ২০২৪ সালকে বরণ করে নেওয়ার জন্য প্রস্তুত ঠিক সেই সময়ে বাংলাদেশের শোবিজ অঙ্গন থেকে চলচ্চিত্র, নাটক-সঙ্গীত- জ্যেষ্ঠ থেকে নবীনÑ সব তারকাই উড়াল দিতে শুরু করেছেন ভিন দেশে। ধরেছেন ফ্লাইট। কেউ নিকট প্রতিবেশী দেশ ভারত, কেউবা সুদূর ২০ হাজার মাইল পাড়ি দিয়ে যুক্তরাষ্ট্র, কেউবা নেপাল, থাইল্যান্ড, সিঙ্গাপুর- কেউবা আবার যুক্তরাজ্যের পথে-ঘাটে ঘুরে বেড়াচ্ছেন। ঘুরে বেড়াচ্ছেন আরও অন্যান্য দেশে। আর ছবি-ভিডিও ধারণ করে পোস্ট করছেন সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায়। কেউবা হয়তো আজই দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা ঠিক করে রেখেছেন।

অন্যদিকে নতুন বছরের শুরুর দিকেই পরিকল্পনামাফিক তারাও ছুটবেন ভিন্ন ভিন্ন দেশে। চলতি মাসের মাঝামাঝি সময়ে দুবাইয়ে উড়ে যান একঝাঁক তারকা। সেখানে একটি শোতে অংশ নিতেই উড়াল দেন বিদ্যা সিনহা মিম, নুসরাত ফারিয়া, জিয়াউল হক পলাশ, জায়েদ খান, সামিরা খান মাহিসহ একাধিক তারকা। সেখানে অনুষ্ঠানে পারফর্ম করার পর জায়েদ খান সিঙ্গাপুর যান। অন্য তারকারা যে যার মতো অন্য পছন্দের দেশ ঘুরতে ছুটে যান। ছয় বছরের গোপন প্রেমকে পূর্ণতা দিয়েছেন চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ব্যাংক কর্মকর্তা সনি পোদ্দারের সঙ্গে এ বছরের ৪ জানুয়ারি মালা বদল করেছেন তিনি। ব্যক্তিগত জীবনে সুখ-আনন্দ আর ক্যারিয়ার সাফল্যে কেটে গেছে তাদের প্রথম বছর। আর কয়েকদিন পরই মিম-সনির প্রথম বিবাহবার্ষিকী।

বলা নি®প্রয়োজন, আসন্ন ৪ জানুয়ারি মিম ও সনির জন্য অত্যন্ত বিশেষ দিন হতে যাচ্ছে। দিনটিকে আরও বেশি স্মরণীয় করে রাখতে মধ্যপ্রাচ্যের সবচেয়ে জনপ্রিয় শহর দুবাইতে উড়াল দিয়েছেন এ দম্পতি। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ঢাকা থেকে দুবাই রওয়ানা দিয়েছেন তারা। খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মিম।

নতুন বছরের পরিকল্পনা জানতে চাওয়ায় তিনি দুবাই সফরের বিষয়টি জানান। দুবাই রওনা দেওয়ার আগে মিম জানান, ‘মূলত বিবাহবার্ষিকীর জন্যই আমরা দুবাই ট্যুরে যাচ্ছি। প্রথম বিবাহবার্ষিকী উপলক্ষে সনি আমাকে এই সারপ্রাইজ দিচ্ছে। যেহেতু এর মধ্যে থার্টিফার্স্টও পড়ছে, তাই দুবাইয়ের নিউ ইয়ার উদ্যাপনেও অংশ নেব।’

মিম জানান, ১০ দিনের সফরে তারা দুবাই পাড়ি জমাচ্ছেন। নতুন বছরের ৮ জানুয়ারি ফিরে আসবেন ঢাকায়। এসে আবার বসে থাকার ফুরসত নেই। উড়াল দিতে হবে কলকাতায়। ঢাকায় ফেরার একদিন পরই তিনি চলে যাবেন টলিউডের শহরে। কারণ সেখানেই তার নতুন সিনেমার কাজ। ঢাকার নির্মাতা সঞ্জয় সমদ্দারের পরিচালনায় সিনেমাটির নাম ‘মানুষ’।

প্রযোজনার পাশাপাশি এই সিনেমায় অভিনয় করছেন টলিউড সুপারস্টার জিৎ। এতে জিতের সঙ্গেই দেখা যাবে মিমকে। এটি এই জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে তারা একসঙ্গে ‘সুলতান দ্য সেভিয়র’ ছবিতে অভিনয় করেছিলেন। মিম জানালেন, কিছুদিন আগেই কলকাতায় গিয়েছিলেন তিনি। তখন তার অংশের অনেকখানি শুটিং সম্পন্ন হয়েছে। বাকিটা ১০ জানুয়ারি থেকে শুরু হবে।

এদিকে মাসের একবারে শেষে ভারতের আসামের দক্ষিণ সালমারা পিপলবাড়ি এলাকায় কয়েকটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনে পারফর্ম করতে দেশ ছেড়েছেন ঢালিউড তারকা শাকিব খান। এতে তার সঙ্গে ভারত থেকে ‘প্রিয়তমা’ ছবির নায়িকা ইধিকা পালও অংশ নিয়েছেন। জানা গেছে, ভারতে বেশ কিছুদিন থাকবেন শাকিব খান। ফিরেই ‘রাজকুমার’ সিনেমার শুটিং করতে উড়াল দেবেন মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশে।

এদিকে নতুন বছরের শুরুতেই আরেক খবরের শিরোনাম হয়েছেন শাকিব খান। ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার আসামের একটি আয়োজনে অংশ নেওয়ার কথা ছিল এই অভিনেতার। তবে আয়োজনে দেরি করায় স্থানীয়রা ব্যাপক হামলা চালিয়ে এটি পণ্ড করে দেয়। অনুষ্ঠান শুরু হওয়ার কথা রাত ৮টায় হলেও তা ১১টা অবধি হয়নি। ফলে উত্তেজিত জনতা ভেঙে ফেলে মঞ্চসহ শতাধিক চেয়ার। ভাংচুরের সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমেও ছড়িয়ে পড়েছে। তবে সৌভাগ্য যে, এতে শাকিব খানের কিছু হয়নি। তিনি পুরোপুরি অক্ষত আছেন। তাছাড়া ওই ঘটনা সংঘটনের সময়ে তিনি ছিলেন না বলে জানা গেছে।

ঢাকা ছাড়ার আগে শাকিব খান জানিয়েছিলেন ২৮ ও ২৯ ডিসেম্বর আসামের পশ্চিম খাগড়াবাড়িতে ও ওয়েস্ট গোয়াপাড়া কলেজ প্রাঙ্গণে দুটি শো করবেন তিনি। শাকিব খানের সঙ্গে এ অনুষ্ঠানে অংশ নেবেন ইধিকা পাল। এই শীর্ষ নায়কের বিপরীতে ‘প্রিয়তমা’ ছবিতে অভিনয় করে পরিচিতি পেয়েছেন ইধিকা পাল।

ভারতের ওই একই স্থানের আয়োজনে পারফর্ম করতে ঢাকার শোবিজের নিরব হোসাইন ও শবনব বুবলীও গিয়েছেন। নিরব জানান, ‘প্রথমবার কোনো আয়োজনে পারফর্ম করতে আসামে আসা। এখানে আমি আর বুবলী একসঙ্গে পারফর্ম করেছি। এখানে মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ।’

এদিকে গত ২১ ডিসেম্বর নাটকের শুটিং নিয়ে সিঙ্গাপুরে উড়াল দিয়েছেন ছোট পর্দার দুই অভিনয়শিল্পী নিলয়, হিমিসহ বেশ কয়েকজন। জানা গেছে, সেখানে হাসিব হোসেন রাখির পরিচালনায় তিনটি নাটকের শুটিং করবেন তারা। হিমি বলেন, ‘বেশ কয়েকজন শিল্পী ও পরিচালকের সঙ্গে সিঙ্গাপুর এসেছি। এর আগে এখানে শুটিং করা হয়নি। অন্য একটি দেশে শুটিং করে নতুন এক অভিজ্ঞতা হচ্ছে।’ শুটিংয়ের ব্যস্ততার ফাঁকে সিঙ্গাপুরের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখছেন। বছরের প্রথম দিন এই দেশটিতেই উদযাপন করবেন বলে জানিয়েছেন তারা।

এক রকম রথও দেখলাম কলাও বেচলাম জাতীয় কাজের বাইরেও অনেকেই নতুন বছর উদযাপন করতে বিভিন্ন দেশ ঘুরতে গিয়েছেন। এর মধ্যে অন্যতম হচ্ছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। চলতি বছরই বিয়ে করেছেন তিনি। বিয়ের পর নতুন বরকে নিয়ে ঘোরাঘুরির খুব একটা সময় পাননি। হানিমুন সংক্ষিপ্ত করে ফিরে ব্যস্ত হয়েছেন অভিনয়ে। কিন্তু বছরের এই শেষ সময়টায় অভিনয়ের শিডিউল রাখেননি তিনি। ঘুরতে গিয়েছেন মরক্কোয়। সেখানে দারুণ সময় কাটানোর ছবিগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে দর্শকদের সঙ্গে শেয়ার করছেন নিজের সুন্দর সময়টা। তাসনিয়া ফারিণ ছাড়াও থাইল্যান্ড ঘুরতে গিয়েছেন নাটকের অভিনেত্রী চমক তারা। বছরের শুরুর দিনটা সেখানেই উদযাপন করবেন তিনি। জানিয়েছেন, ফিরে এসে নতুন বছরে নতুন উদ্যমে কাজে ফিরবেন তিনি।

আরও পড়ুন