বন্দরনগরীর স্বনামধন্য ফুলকুঁড়ি বিদ্যাপীঠ নতুন বছরের নতুন ক্যাম্পাসে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মাঝে আজ ১ জানুয়ারি বই উৎসব অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়। “নতুন বইয়ের গন্ধ শুঁকে ফুলের মত ফুটব, বর্ণমালার গরব নিয়ে আকাশ জুড়ে উঠব” এই স্লোগান কে সামনে রেখেই নতুন বইয়ের গন্ধ শুঁকে কোমলমতি শিক্ষার্থীরা আনন্দ উল্লাসে ফুলকুঁড়ি বিদ্যাপীঠের আয়োজনে বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজ সেবক পরিচালনা পরিষদের সভাপতি আলহাজ্ব মাহবুব আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চট্টগ্রাম অঞ্চলের সাধারণ সম্পাদক জনাব কাজী মোহাম্মদ সরোয়ার খান মনজু।
পরিচালক জনাব এনামুল হকের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজ সেবক জনাব এম. এজাহারুল ইলাহী রশিদ, পরিচালক জনাব জয়নাল আবেদীন, মাওলানা মোহাম্মদ মনজরুল আলম, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ কামাল উদ্দীন, মাওলানা মোহাম্মদ অলি আহমেদ, কামাল উদ্দীন সওদাগর, পরিচালক জোসনা বেগম, আনজুমান আরা লুৎফা।
উপস্থিত থেকে কোমলমতি শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন মোহাম্মদ তৌহিদ রেজা কাদেরী, পাপিয়া দাশ, আফরিন আক্তার মুক্তা, রোকেয়া বেগম প্রমুখ।
শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে নতুন বই প্রদানের মাধ্যমে বই উৎসব অনুষ্ঠানের আয়োজন সম্পন্ন হয়। মোনাজাত পরিচালনা করেন হযরতুল আল্লামা মনজুরুল আলম।