সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪

সর্বশেষ

আরও ৩ দিনের কর্মসূচি দিল বিএনপি

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের দাবিতে আরও তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ সোমবার বিকেলে ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, ‘আগামীকাল মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত তিন দিন বিএনপিসহ সমমনা দলগুলো শেখ হাসিনার পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং এই পাতানো নির্বাচন বাতিলের দাবি অসহযোগ আন্দোলনের পক্ষে আবারও গণসংযোগ ও লিফলেট বিতরণের কর্মসূচি পালন করবে। এই কর্মসূচি সফল করার জন্য দলের নেতাকর্মীদের সাফল্যমণ্ডিত করার আহ্বান জানানো যাচ্ছে।’

গত ২১, ২২ ও ২৩ ডিসেম্বর এবং ২৬ ডিসেম্বর থেকে আজ পর্যন্ত ১০ দিন গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি করল বিএনপি, জামায়াতে ইসলামী এবং সমমনা রাজনৈতিক দলগুলো।

গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ পণ্ড হওয়ার পর এ পর্যন্ত পাঁচ দিন হরতাল এবং ২৪ দিন অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপি। এরপর থেকে অসহযোগ আন্দোলনের সমর্থনে গণসংযোগ ও লিফলেট বিতরণে টানা কর্মসূচিতে আছে দলটি।

আরও পড়ুন