মালাইকা অরোরা বর্তমানে তিনি একজন ট্রেন্ডিং স্টার। সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই দেখা যাবে তার দাপটে কীভাবে চোখ কপালে উঠে যায়। তবে সেই তুলনায় চলচ্চিত্র জগতে ততটা সুবিধা করে উঠতে পারেননি এই আবেদনময়ী নায়িকা। এই যে বলিউডে তিনি বলার মতো খুব ভালো একটা সুবিধা করে উঠতে পারলেন এ জন্য তিনি আবার মনে করেন- ইন্ডাস্ট্রিও তাকে খুব একটা সুযোগ করে দেয়নি। এর ইঙ্গিত আবার তিনি নিজেই দিয়ে রেখেছেন। তবে তার চলচ্চিত্রের ক্যারিয়ারও কম খামখেয়ালিতে ভরা নয়। নিজের ইচ্ছাতে উপযাচক হয়েই বিয়ে করেছিলেন আরবাজ খানকে। আবার নিজের ইচ্ছাতেই ডিভোর্স নিয়েছেন আরবাজ খান থেকে। যে বিয়ে নিয়ে গিয়েছিলেন ২০১৬ সাল পর্যন্ত। দীর্ঘ ১৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন বলিউড তারকা মালাইকা অরোরা-আরবাজ খান। বিচ্ছেদের পর প্রেমিকা হয়ে দিন যাপন করেছেন অর্জুনের। সেই সম্পর্কেও লেগেছে ভাঙনের হাওয়া। আরবাজও যেন এই ভাঙনের সুর পেয়েই এরই মধ্যে জীবনের মধ্য বয়সে পৌঁছেও বিয়ে করে ফেললেন। তার স্ত্রী জনপ্রিয় মেকআপ আর্টিস্ট সুরা খান। এখন মালাইকা কি তার বয়েসকে আরেক খামখেয়ালির বশে জলাঞ্জলি দিয়ে দেবেন? আরবাজের বিয়ের পর এখন তিনিই ভাবছেন দ্বিতীয় বিয়ের কথা।
প্রতিবেদন অনুযায়ী, আরবাজের বিয়ের পর থেকেই বলিপাড়ায় মালাইকার বিয়ে নিয়ে নানান গুঞ্জন চলছে। এমন কী, নেটিজেনরাও বার বার মালাইকাকে বিয়ে করতে অনুরোধ করছেন। কিন্তু মালাইকা এ ব্যাপারে এতদিন পরিষ্কার করে কিছু জানান নি। তবে এবার ফারহা খানের প্রশ্নে রীতিমতো অবাক করা উত্তর দিলেন তিনি। সম্প্রতি একটি হিন্দি নাচের রিয়্যালিটি শো’র মঞ্চে মালাইকাকে বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্ন করেন ফারহা খান। প্রথমে একটু ঘুরিয়ে প্রশ্ন করার জন্য বুঝতে পারেননি তিনি। তার পর অবশ্য উত্তর দেন, ‘আমায় কেউ বিয়ের জন্য জিজ্ঞেস করলে, নিশ্চয়ই করব।’ তবে এ ক্ষেত্রে অর্জুনের প্রসঙ্গ টানেননি মালাইকা।
মালাইকা অরোরা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, যাকে নিয়ে মিডিয়া কোনো না কোনো অজুহাতে সরগরম থাকে। তাকে নিয়ে কোনো না কোনো চর্চা চলতে থাকে প্রায়ই। কখনো তার পোশাক নিয়ে, কখনো তার শরীর নিয়ে, কখনো বা তার থেকে বয়সে ছোট প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গে তার অন্তরঙ্গতা নিয়ে। অনেক ক্ষেত্রে বিভিন্ন কারণে নেটিজেনদের মাঝে কটাক্ষের শিকারও হতে হয় অভিনেত্রীকে, তবে সে সমস্ত বিষয়কে কোনোদিনই বিশেষ পাত্তা দেননি তিনি।
তবে সেগুলোকে তিনি পাত্তা দেন বা না দেন, আরবাজ খানকে তো মালাইকা নিজেই প্রস্তাব দিয়েছিলেন তাকে বিয়ে করতে। কিন্তু তার চেয়ে বয়সে ছোট অর্জুনের সঙ্গে তার এই গভীর অন্তরঙ্গতাকে বিয়েতে রূপ দিতে কি কখনো তাকে প্রস্তাব দেননি? নাকি অর্জুন তার চেয়ে বয়সে ছোট বলে সেই সাহসও হয়নি অনাকাক্সিক্ষত প্রত্যাখ্যাত হওয়ার ভয়ে!