নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেছেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু গ্রহণযোগ্য হওয়ার বিকল্প নেই। সুষ্ঠু নির্বাচন না হলে আমরা (বাংলাদেশ) বিচ্ছিন্ন হয়ে যেতে পারি। তাই কোনো মতেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা যাবে না।
আজ (মঙ্গলবার) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক্সিকিউটিভ (নির্বাহী) ম্যাজিস্ট্রেটদের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
ইসি আনিছুর রহমান বলেন, মাঠ পর্যায়ে কাজ করা নির্বাহী ম্যাজিস্ট্রেটদের দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, নিষ্ঠা ও পক্ষপাতহীনভাবে কাজ করতে হবে। কোনো দল, মত কারও পক্ষেই কাজ করা যাবে না। আপনারা দেখেছেন এরইমধ্যে একাধিক স্তরের পরিবর্তন, বদলি ও প্রত্যাহার হয়েছে। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে এই নির্দেশনাই সবাইকে মেনে চলতে হবে।