বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

সর্বশেষ

কুমিল্লায় পোশাক শ্রমিকদের মহাসড়ক অবরোধ

বকেয়া বেতনের দাবিতে কুমিল্লার চান্দিনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছে পোশাক শ্রমিকরা। মঙ্গলবার (২ জানুয়ারি) সকাল সোয়া ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মহাসড়কের চান্দিনার বেলা শহর এলাকায় ডেনিম প্রসেসিং প্লান্টের শ্রমিকরা অবরোধ করেন।

শ্রমিকরা জানান, গত নভেম্বর ও ডিসেম্বর মাসের বকেয়া বেতনসহ ওভারটাইমের টাকা না দেওয়ায় বাধ্য হয়ে তারা রাস্তায় নেমেছেন।

নিলুফা আক্তার নামে এক শ্রমিক বলেন, আমরা পেটের দায়ে গার্মেন্টসে কাজ করি। মাস শেষে যদি বেতন না পাই সংসার চালাব কী দিয়ে, খাব কী? আজ আমাদের বেতন না দিলে আমরা মহাসড়ক থেকে যাব না। যতবার আমাদের বেতন বকেয়া পড়েছিল, ততবার আমাদের মহাসড়কে অবস্থান নিতে হয়েছে।

এদিকে প্রায় তিন ঘণ্টা ধরে অবরোধ থাকায় মহাসড়কের উভয় পাশে অন্তত ১০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। এতে দুর্ভোগ পোহাতে হয়েছে অ্যাম্বুলেন্স, বিদেশগামী যাত্রী ও অন্যান্য যানবাহনের যাত্রী ও চালকদের।

চান্দিনা থানার ওসি আহাম্মদ সনজুর মোরশেদ বলেন, জেলা প্রশাসনসহ আমরা শ্রমিকদের বুঝিয়েছি। শিগগিরই এ বিষয়ে সমাধান হবে।

আরও পড়ুন