চট্টগ্রাম-১০ নির্বাচনী এলাকার ফুলকপি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ¦ মোহাম্মদ মনজুর আলম ৩ জানুয়ারি ২০২৩ খ্রি. বুধবার সকালে তাঁর নির্বাচনী প্রধান কার্যালয়ে নগরীর ১১, ১২, ২৪, ২৫, ২৬ নং ওয়ার্ড সমূহের কর্মীদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়ে সভাপতিত্ব করেন অত্র প্রার্থীর প্রধান নির্বাচনী এজেন্ট হারুন ইউসুফ। মতবিনিময়কালে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম বলেন, ভয়-ভীতি, হুমকি-ধমকি উপেক্ষা করে সকলকে নির্ভয়ে দায়িত্ব পালন করতে হবে। তিনি বলেন, ভোটারদের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে, তাদের এ উচ্ছ্¦াসকে ভোটের দিন কাজে লাগাতে হবে। তিনি কর্মীদের ঘরে-ঘরে, জনে-জনে সাক্ষাৎ করে ফুলকপি প্রতীকে ভোট দিতে উৎসাহ যোগানোর দায়িত্ব পালন করার নির্দেশ দেন। মনজুর আলম বলেন, আমি একজন শান্তিপ্রিয় মানুষ। ভোটারদের উপর আমার শতভাগ আস্থা ও বিশ্বাস । আমি আশা করি ভোটারবৃন্দ ভোট কেন্দ্রে উপস্থিত হলে তারা আমার ফুলকপি প্রতীকেই ভোট দেবেন। অন্যদের মধ্যে মতবিনিময় করেন এম. এ. তাহের, ফেরদৌসী ইউসুফ, মোহাম্মদ ইদ্রিছ, বেলাল আহমদ, বীর মুক্তিযোদ্ধা রহুল আমিন, হাজী ইউনুছ মিয়া সওদাগর, রফিকুল ইসলাম, আলী ফজল, আবুল খায়ের, আলী আকবর চৌধুরী সহ অন্যরা।
৪ জানুয়ারি ২০২৪ খ্রি. গণসংযোগ কর্মসূচি
বিকেল ২টায় নির্বাচনী প্রধান কার্যালয় থেকে গণমিছিল শুরু হবে। সাগরিকা রোড, সিডিএ মার্কেট, পাহাড়তলী বারকোয়াটার, ঈদগাঁ কাঁচা রাস্তা, মনছুরাবাদ, দেওয়ানহাট, টাইগারপাস, আমবাগান, পাহাড়তলী কলেজ রোড, ওয়ার্লেস মোড়, জাকির হোসেন রোড, ওমেন কলেজ মোড়, জাকির হোসেন বাই লেইন, ২নং গেইট, জিইসি, ওয়াসার মোড়, ইস্পাহানী মোড়, দেওয়ানহাট, বাদামতলী মোড়, আগ্রাবাদ এক্সেস রোড, বড়পোল, নয়বাজার বিশ^রোড মোড় হয়ে প্রধান নির্বাচনী কার্যালয়ে এসে সমাপ্ত হবে।