মুগ্ধতা
@ নাসিমা হক মুক্তা
শরীর নামছে অজস্র কথার মলয়ে
আভূমি সিক্ত হচ্ছে –
চোখের মুগ্ধতায়
সমস্ত কিচ্ছার সুড়সুড়ি ধরে ঢেউ খেলছে
সুখকর লজ্জা পরাগ
এমন ইচ্ছেরা পানকৌড়ি বেসে
গোপন গুহায় ভাঙছে ঘনিষ্ঠ এক পদ্ম
যার ভেতরে ফুটেছিল বহুকাল আগে
মাখো মাখো পাড় ডিঙানো আলয়ে
সুখের হাজার ফুলঝুরি
সেই থেকে আকাশের পা গজায়
বারুদসম দীপ্তির উল্লাস
দীর্ঘ ভ্রমণ নেশায় রোজ রোজ স্বপ্ন দেখে
জেগে থাকার জমিনে….