আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফটিকছড়ি আসন থেকে সরে দাঁড়ালেন তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফুলের মালা প্রতীকের প্রার্থী সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারি।
বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।ফটিক ছড়ির ভান্ডা শরিফে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।তিনি বলেন,প্রধানমন্ত্রী যেহেতু নৌকার প্রর্থী দিযেছেন আমি তাকে সম্মান জানিয়ে নির্বাচন থেকে সরে দাড়ালাম।আমি সবসময় ফটিকছড়িবাসীর সুখে-দুঃখে পাশে ছিলাম, আছি ও থাকব। আমি যদি নির্বাচনের মাঠে থাকি তাহলে ভোটের সমীকরণ ভিন্ন হবে। এখন আমি সরে যাওয়ায় আমার ভোটাররা নৌকার বিজয় নিশ্চিত করতে ভূমিকা রাখতে পারে বলে আমি মনে করছি।
তবে তার দলের অন্য প্রর্থীরা নির্বাচনে অংশ নেবেন।