চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের নির্বাচন চট্টগ্রাম মোমিন রোডস্থ চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সদস্যদের ভোটে স্বাধীন প্রকাশন এর স্বত্বাধিকারী মো. সাহাব উদ্দীন হাসান বাবু সভাপতি ও তৃতীয় চোখ এর স্বত্বাধিকারী আলী প্রয়াস সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অন্যান্যের মধ্যে রেহেনা চৌধুরী সিনিয়র সহ সভাপতি, মিজানুর রহমান শামীম সহ সভাপতি, আলমগীর শিপন সিনিয়র সহ সাধারণ সম্পাদক, ড. সৌরভ শাখাওয়াত সহ সাধারণ সম্পাদক, সদস্য পদে যথাক্রমে গাজী মোহাম্মদ জাহেদ, আলাউদ্দিন মো. ফাহাদ চৌধুরী, সাইফুদ্দিন আফসার ও আফছার উদ্দিন লিটন সদস্য পদে নির্বাচিত হন।
ইতোপূর্বে অর্থ সম্পাদক পদে মো. সোহেল রানা ও প্রচার প্রকাশনা সম্পাদক পদে মিনহাজুল ইসলাম মাসুম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
ভোট গ্রহণ করিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার বীর মুক্তিযোদ্ধা ডা: মাহফুজুর রহমান, নির্বাচন কমিশনার কবি, সাংবাদিক রাশেদ রউফ এবং মুক্তিযুদ্ধবিষয়ক গবেষক মুহাম্মদ শামসুল হক।