সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪

সর্বশেষ

বিএনপি এবং সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরু

নির্বাচন বর্জন, সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারসহ অসহযোগ আন্দোলনের পক্ষে বিএনপি এবং সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। আজ শনিবার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত এই কর্মসূচি চলবে।

হরতাল শুরুর আগের রাতে রাজধানীতে মিছিল করেছে ছাত্রদলসহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে হরতালে নাশকতা ও সহিংসতা ঠেকাতে রাজধানীর গুরুত্ব মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।

গত ৪ জানুয়ারি এক জরুরি ভার্চুয়াল সংবাদ সম্মেলনে হরতারের ডাক দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এদিকে বিএনপির কর্মসূচির সমর্থনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং জামায়াতসহ আন্দোলনরত সমমনা দলগুলোও হরতাল পালন করছে।

ওইদন রিজভী অভিযোগ করে বলেন, একতরফা নির্বাচনে সরকার নিজেরা পরিকল্পিতভাবে সহিংসতা ঘটিয়ে বিএনপি ও বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর দোষ চাপাচ্ছে।

আরও পড়ুন