সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪

সর্বশেষ

আগামীকাল অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

আগামীকাল ০৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে গৃহীত পদক্ষেপ ও সার্বিক ব্যবস্থাপনা সংক্রান্ত নগরীর তিনটি ভেন্যুতে (এম এ আজিজ স্টেডিয়াম, শহীদ ইঞ্জিনিয়ার শামসুজ্জামান স্টেডিয়াম এবং জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম) ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত ব্রিফিং প্যারেডে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায়, বিপিএম (বার), পিপিএম (বার) । সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে মান্যবর পুলিশ কমিশনার মহোদয় উপস্থিত পুলিশ এবং আনসার ও ভিডিপি সদস্যদের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় সেখানে সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান মিয়া, বিপিএম-সেবা সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন