বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

সর্বশেষ

আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম ধর্মীয় অনুষ্ঠানসহ মাজার জেয়ারত করে দিন পার করলেন

চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের ফুলকপি প্রতীক এর স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম ০৬ জানুয়ারী ২০২৪ খ্রি: শনিবার সকালে তিনি তাঁর পিতা হযরত খাজা আবদুল হাকিম শাহ্ আলমাইজভান্ডারী ও মাতা আলহাজ্ব মোস্তফা খাতুন এর মাজার, হযরত মুনছুর আলী শাহ (র:) মাজার জেয়ারত, ফাতেহপাঠ, মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন। তিনি ভারতের অবস্থিত খাজা মঈনুদ্দীন শাহ আজমিরী (র.) মাজারের খাদেমের মাধ্যমে গিলাব এনে তাঁর পিতার মাজার ও হযরত মুনছুর আলী শাহ (র.) মাজারে বিছিয়ে দেন। এছাড়াও তিনি নিকট আতœীয় স্বজনদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসব ধর্মীয় কার্যক্রমে তিনি আল্লাহ দরবারে সুষ্ঠু নির্বাচন ও ভোটারদের প্রতি আল্লাহ তায়’লার রহমত কামনা করেন।

 

আরও পড়ুন