চট্টগ্রাম ১০ সংসদীয় আসনের ফুলকপি প্রতীক এর স্বতন্ত্র প্রার্থী চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ মনজুর আলম ০৬ জানুয়ারী ২০২৪ খ্রি: শনিবার সকালে তিনি তাঁর পিতা হযরত খাজা আবদুল হাকিম শাহ্ আলমাইজভান্ডারী ও মাতা আলহাজ্ব মোস্তফা খাতুন এর মাজার, হযরত মুনছুর আলী শাহ (র:) মাজার জেয়ারত, ফাতেহপাঠ, মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেন। তিনি ভারতের অবস্থিত খাজা মঈনুদ্দীন শাহ আজমিরী (র.) মাজারের খাদেমের মাধ্যমে গিলাব এনে তাঁর পিতার মাজার ও হযরত মুনছুর আলী শাহ (র.) মাজারে বিছিয়ে দেন। এছাড়াও তিনি নিকট আতœীয় স্বজনদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এসব ধর্মীয় কার্যক্রমে তিনি আল্লাহ দরবারে সুষ্ঠু নির্বাচন ও ভোটারদের প্রতি আল্লাহ তায়’লার রহমত কামনা করেন।