বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪

সর্বশেষ

ভোট দিলেন ভূমিমন্ত্রী জাবেদ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন চট্টগ্রাম-১৩ আনোয়ারা-কর্ণফুলী আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ তার নিজ কেন্দ্রে ভোট প্রয়োগ করেছেন।

আজ রবিবার সকাল ৯টা ৫০ মিনিটে আনোয়ারা হাইলধর বশিরুজ্জামান স্মৃতি শিক্ষা কেন্দ্র ভোট কেন্দ্রে তিনি ভোট দেন।

ভোট দেওয়ার পর এক প্রতিক্রিয়ায় ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, আমি জয়ের ব্যাপারে আশাবাদী। টানা তিনবার জনগণের ভোটে এমপি ও মন্ত্রী হয়ে এলাকার জনগণের জন্য কাজ করেছি৷ আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে আনোয়ারা-কর্ণফুলীর জীবনমান উন্নয়ন হয়েছে। এতে জনগণ উন্নয়নের প্রতীক নৌকা ও আমার প্রতি আস্থা রেখে ভোট দিবে।

আরও পড়ুন