মেজাজ হারিয়ে ভক্তকে চড় মারলেন সাকিব আল হাসান। জাতীয় দলের অধিনায়ক সাকিব মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করেন। রোববার সকালে দরিমাগুরা স্কুল কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন সাকিব। ভোট শেষে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন। এরপর সেখান থেকে অন্য কেন্দ্রগুলোর উদ্দেশে রওনা হয়ে যান তারকা এই ক্রিকেটার।
মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের হয়ে নৌকা প্রতীকে লড়ছেন সাকিব। এই আসনে তার প্রতিদ্বন্দ্বী চারজন। তারা হলেন- বাংলাদেশ কংগ্রেসের অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের কে এম মোতাসিম বিল্লা, জাতীয় পার্টির মো. সিরাজুস সায়েফিন সাঈফ ও তৃণমূল বিএনপির সঞ্জয় কুমার রায়।
এদিন ভোট চলাকালীন সময় নিজের আসনের একটি কেন্দ্র পর্যবেক্ষণে যান সাকিব। তখন বিশ্বসেরা এই অলরাউন্ডারকে সামনে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন ভক্ত-সমর্থকরা। অনেক তরুণ ভক্ত বিশ্বসেরা অলরাউন্ডারের সঙ্গে সেলফি তোলার চেষ্টা করেন।
রাজনীতির মাঠে নেমে অনেক মানুষের ধাক্কা-ধাক্কি সামলাতে হচ্ছে সাকিবকে। মানুষের ভিড়ে সাকিব ঠিকমতো হাঁটতেও পারছিলেন না। সেই সময় মেজাজ হারিয়ে এক ভক্তকে কষিয়ে চড় মারেন সাকিব।
মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় সাকিব আল হাসানের চড় মারার সেই ভিডিও ভাইরাল হয়ে যায়। এনিয়ে অনেকে নেতিবাচক মন্তব্য করছেন।