শনিবার, ১২ই অক্টোবর, ২০২৪

সর্বশেষ

কবি ও কবিতা @ শাহনাজ পারভীন মিতা

কবি ও কবিতা

@ শাহনাজ পারভীন মিতা

কবি ও কবিতা
মনের অন্তরালে এক বিস্তীর্ণ পথ,
কখনও সমান্তরাল
ওই রেললাইনের মতন।
যার এক পাশে কবি
আরেক পাশে কবিতা বহমান,
কখনও পার হয় নিমিষেই
কখনও ছুটন্ত ট্রেনের গতিতে
ছিটকে যায় সে,
তবুও পথ চলা একইসাথে।

কখনও পথচলায় মিলিত হয়
পথের বাঁকে ওই দূর দিগন্তরেখায়,
যেখানে অসীম নীল আকাশে
স্বপ্ন আঁকে দুজনে রঙতুলির ক্যানভাসে।

কখনও চাঁদ হাসে আকাশে
অমাবশ্যার ঘন কৃষ্ণ আঁধারে,
কখনও ভোরের লাল সূর্য
কখনও শুধুই সন্ধ্যার অস্তরাগ,
সবই তো কবি ও কবিতার গভীর অনুভব
যা মিশে যায় রঙতুলির জলরঙে ।

কখনও সেখানে প্রেম আসে
কবিতার সাথে কবির,
সেই প্রেমে ভেসে যায় মন
ভেসে যায় কবি মনের মস্ত চরাচর।
কখনও শিউলি,হাসনাহেনা ,বকুলের সুবাস
কখনও শুধুই গভীর কষ্টের দহন,
নীরবে নিভৃতে একাকী কথন
অসীম শূণ্যতা দূর নীল পাহাড়।

তার বুকে বয়ে চলা উইলামেট নদী
কখনও ঝরা পাতার গান !
বৃষ্টির মাঝে রঙবেরঙের বর্ণীল পাতা
সেখানে একাকী নিসসঙ্গ কবি,
কবিতাকে ঘিরে কবির পথচলা
শুধুই চুপকথা ,মনে মনে কথা বলা ।

অসংখ্য গাঙচিল উড়ে যায়
কবির মনের জানালায়,
বলে ,এসো কবি , এসো,
উড়ে চলো মুক্ত বিহঙ্গের ডানায়
শুধুই তুমি তোমার কবিতায় ।

আরও পড়ুন