সোমবার, ১৪ই অক্টোবর, ২০২৪

সর্বশেষ

নীলিমা ফ্যাশন এর প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন

নতুন বছরে নতুন আমেজে বন্দর নগরী চট্টগ্রামের বলুয়ার দীঘির পশ্চিম পাড়ে অবস্থিত নীলিমা ফ্যাশন এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ৯ জানুয়ারি মঙ্গলবার বিকেল ৪ টায় গৌরি চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ সমাজ সেবক ও নীলিমা ফ্যাশন এর স্বত্ত্বাধিকারী চন্দন চক্রবর্তী। বক্তারা বলেন, শ্রমজীবি মানুষের মুখে হাসি ফোটানের জন্য এই মানবিক কাজ চলমান রেখে দেশের বেকার সমস্যা সমাধানে নীলিমা ফ্যাশন তৈরি পোশাক খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা রাখি। মানুষের আস্থা আর ভালোবাসায় এগিয়ে যাবে আগামীর পথে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সমীরণ পাল, রোজী চৌধুরী, দেলোয়ার হোসেন রাজু প্রমুখ। চন্দন চক্রবর্তী বলেন, ব্যবসা, বাণিজ্য, রাজনীতি সমাজ সেবা যা করি না কেন মানবসেবা পরম ধর্ম। পরে কেক কেটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী’র দিনটি আনন্দ আয়োজনে সমাপ্ত হয়।

আরও পড়ুন