চট্টগ্রাম: সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের স্প্রিং সেমিস্টারে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীদের সুবিধার্থে ছয় দিনব্যাপী ভর্তি মেলা (এডমিশন ফেয়ার) শুরু হচ্ছে বুধবার (১০ জানুয়ারি)।
ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস বায়েজিদ আরেফিন নগরেিএ মেলা আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত চলবে।
প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শুধুমাত্র মেলা উপলক্ষে ভর্তি ফি—তে নতুনদের জন্য ২০ শতাংশ এবং সাউদার্ন শিক্ষার্থীদের জন্য গ্রাজুয়েট প্রোগ্রামে ৫০ শতাংশ ছাড়ে ভর্তির সুযোগ থাকছে। শুধু তা নয় টিউশন ফি—তে ৫০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় (শর্ত প্রযোজ্য) দিচ্ছে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ এবং মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য শতভাগ ছাড়।
এছাড়াও মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য রয়েছে বৃত্তিসহ নানাবিধ সুযোগ সুবিধা।
প্রাকৃতিক পরিবেশে নয়নাভিরাম সুবিশাল স্থায়ী ক্যাম্পাসে সাধ্যের মধ্যে বিশ্বমানের শিক্ষা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ সাউদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ। শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যৎ গঠনে গুণগত শিক্ষার মান নিশ্চিতকরণে প্রতিটি বিভাগে রয়েছে একাধিক প্রফেসরসহ অভিজ্ঞ শিক্ষকবৃন্দ।
বিস্তারিত তথ্য জানার জন্য ইউনিভার্সিটির তথ্য অফিস (এডমিশন অফিস) অথবা সরাসরি ০১৭১১৩৯৫৯৭৭, ০১৯১১৮৮২৭৬৪, ০২৪১৩৮০১০১—১৫। এছাড়াও ইউনিভার্সিটির ওয়েবসাইটে www.southern.ac.bd থেকে যাবতীয় তথ্য জানা যাবে।
যেসব বিষয়ে আবেদন করা যাবে—বিবিএ, এমবিএ, ইএমবিএ (হোটেল ম্যানেজমেন্ট সহ), ইংরেজি, ইসলামিক স্টাডিজ, সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ও ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং(ইসিই), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি, এলএলবি এবং এলএলএম।